বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলি নদীর হালদা মোহনা থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর। রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু জেলে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে। এসময় জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বলেন, “জেলেদের বারবার সতর্ক করার পরও তারা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। যা দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই জব্দ করা জাল ধ্বংস করা হয়েছে।”
অভিযানে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত