নাম শিপন বসাক, পিতা ফুপন বসাক, সিএনএফ সরবর ট্রেডিং লিমিটেড এ একজন জেটি সরকার হিসেবে কর্মরত । আজ ১০/০৭/২৫ চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়াডে বন্দরের ডেলিভারি পয়েন্ট থেকে বন্দরের প্রবেশের কার্ড হারানো গিয়াছে। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান! মোবাইল নান্বার ০১৩১৯২৩৩৩৭০।