1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটগাঁ ভাষার বানান রীতি, লোকজ সংস্কৃতি, স্বেচ্ছাসেবক আহ্বান, প্রচার ও প্রকাশনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মানব সভ্যতার বিকাশ ও বর্দ্ধনায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি বোয়ালখালীতে দোকান বন্ধ করে ফেরার পথে ছুরিকাঘাতে আহত মুদি ব্যবসায়ী এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ, ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুর বুড়া মসজিদে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ সোনাইমুড়ীতে সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস

স্বপ্নকথা সাহিত্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৭৪ বার পড়া হয়েছে

প্রতিনিধি আশ্রাফ আলীমের রিপোর্ট।

১৬ জুন ২০২৩ রোজ শুক্রবার “সাহিত্য ও সংস্কৃতি চর্চায় জেগে উঠুক মানবতা” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো স্বপ্নকথা সাহিত্য পরিষদ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মহামিলন উৎসব।

প্রধান অতিথির আসন অলংকৃত করেনঃ
সিভিক ডেভেলপমেন্ট চেয়ারম্যান ও স্বপ্নকথা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব আলী আকবর। উদ্বোধনী ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। প্রধান আলোচকঃ একুশে পদক প্রাপ্ত কবি আসলাম সানী। আলোচকঃ কবি সংগঠক ও প্রকাশক মাহমুদুল হাসান নিজামী। কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ। কবি ও প্রিয়জন সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন। কবি ও স্বপ্নকথা উপদেষ্টা, আলমগীর জুয়েল,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
মিসেস আরিফা বেগম সমাজসেবক ও আবৃত্তিকার । এনামুল হক হাজারী সভাপতি, জুগিরকান্দি এইচ কে দাখিল মাদ্রাসা ও কার্যকরী উপদেষ্টা স্বপ্নকথা। রেজাউর রহমান সমাজসেবক- বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক স্বপ্নকথা ফাউন্ডেশন।আলহাজ্ব শরীফ সাকী সমাজসেবক বিশিষ্ট আইনবিদ। নার্গিস খান, কবি ও গল্পকার- অধ্যক্ষ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ। আশফাক নওসের অভিনেতা ও পরিচালক। কবি মাসুম বিল্লা, আব্দুল হাকিম ছাড়া ও আরও অনেকেই।

স্বাগত বক্তব্য রাখেনঃ
এসএকে রেজাউল করীম কবি ও কার্যকরী উপদেষ্টা স্বসাপ।
মোসাদ্দিক সাজুল কবি ও সাধারণ সম্পাদক স্বপ্নকথা সাহিত্য পরিষদ।

সাংঠনিক বক্তব্য রাখেনঃ
ডঃ খান আখতার হোসেন প্রতিষ্ঠাত গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ। ইশতিয়াক হোসেন কবি ও প্রতিষ্ঠাতা কবি ও কবতার ভুবন। বাদল কৃষ্ণ বণিক, প্রতিষ্ঠাতা মৌচাক সাহিত্য পরিষদ। মোঃ সোহাগ কবি ও শতরূপা ফাউন্ডেশনের চেয়ারম্যান। কাজী ছাব্বীর, কবি ও ঔপন্যাসিক। ক‌বি আতাউল ইসলাম সবুজ, ভাইস‌প্রেসি‌ডেন্ট অনুপ্রাস জাতীয় ক‌বি সংগঠন জহিরুল হক বিদ্যুৎ, কবি ও আবৃত্তিকার। বেল্লাল হাওলাদার কবি ও প্রতিষ্ঠাতা প্রানের মেলা সাহিত্য পরিষদ। মুহাম্মদ আমির হোসেন প্রতিষ্ঠাতা- অন্য ভুবন সাহিত্য পরিষদ। এম এ আলীম কবি ও সংগঠক। ফারুক জাহাঙ্গীর, প্রতিষ্ঠাতা- বাংলা কবিতাঙ্গন।লাভলু হোসেন, প্রতিষ্ঠাতা নজরুল স্মৃতি সংসদ। সহ আরও ৬০ টি সংগঠক প্রধান।

কোলকাতা থেকে আমন্ত্রিত অতিথি ছিলেনঃ
সুজাতা দাস, ঔপন্যাসিক কবি সাহিত্যিক ও সমাজসেবিকা।
চৈতালী দাসমজুমদার, কবি- সাহিত্যিক এবং সংগঠক।
কবি এম:ইলিয়াস ঘরামী—ভারত পশ্চিম বঙ্গ ক্যানিং টাউন।সংগীতা দেওয়ানজী, কবি-প্রাবন্ধিক- আগরতলা ত্রিপুরা।দেবিকা বন্দ্যোপাধ্যায়, আবৃত্তিকার-সঞ্চালিকা কোলকাতা।
কবি শেফালি দেবনাথ, ভাতর পশ্চিম বঙ্গ কলকাতা সহও আরও অসংখ্য কবি সাহিত্যিক ও ইউনাইটেড ন্যাশনাল ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা জনাব আশ্রাফ আলিম সৌদি প্রবাসী।

শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ
এম এ আস্কর কবি ও সহ সভাপতি স্বপ্নকথা কেন্দ্রীয় কমিটি, মোঃ কামরুল হাছান সাধার সম্পাদক, বাংলাদেশ সঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষা সমিতি ও উপদেষ্টা স্বপ্নকথা।
ফিরোজা খান কবি ও উপদেষ্টা স্বপ্নকথা। আঁখি জাহান কবি ও উপদেষ্টা স্বপ্নকথা। মোঃ জুয়েল রানা মজুমদার একুশে সংবাদ, কুমিল্লা জেলা প্রতিনিধি। সাংবাদিক মোঃ আবদুল আউয়াল সরকার, সভাপতি- মাসাইন্টারন্যাশনাল, কুমিল্লা। নারায়ণ কুণ্ড ডাইরেক্ট এমডি স্মরক সঞ্চয় ও ঋণ দাদা সমিতি লিঃ

সভাপতিত্বে ছিলেনঃ
ডা. মেজবাউল হাসান, কবি- সিনিয়র সহ সভাপতি স্বপ্নকথা, ও ডাইরেক্টর আল রাফি হসপিটাল লিঃ। ও
রোকসানা সুখী, কবি সম্পাদক প্রকাশক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বপ্নকথা।

অনুষ্ঠানটিতে ছিলো দেশ ও দেশের বাহিরের অসংখ্য কবি- সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের উপচে পড়া ভিড়। ছিলো সমাজের অসংখ্যা গন্যমান্য ব্যক্তিত্বগণ। অতিথি আপ্যায়ন ও গুণীজন সংর্বধনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট