1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা চন্দনাইশে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় মাও. আবুল কাসেম নূরী বাকলিয়ায় জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার। চট্টগ্রামে বিটিবির প্রোগ্রামের অভিমত: পর্যটনে অমিত সম্ভাবনার চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম এখনো আটকে আছে নানা সমস্যা ও সীমাবদ্ধতার জটিল জালে। পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান আগামী ১০ জুন

সোনাইমুড়ী প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):

ঐতিহ্যবাহী সোনাইমুড়ী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় ক্লাবের সভা পক্ষে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালীর কৃতি সন্তান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন সাংবাদিকরা দেশের চারটি স্তম্ভের একটি স্তম্ভ, এটাকে জাতীর বিবেক , আয়নাও বলা হয়। দেশ এবং জাতির স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তার পিয়ন জাহাঙ্গীর ৪০০ কোটি টাকার মালিক হয়েছে সেটা শেখ হাসিনা বলার পূর্বে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে উঠে আসা দরকার ছিল। বিগত সরকারের অপকর্ম লুটপাটের সত্য তথ্য সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জাতির কাছে তুলে ধরলে তারা এতদিন ক্ষমতায় থাকতে পারতো না। সবশেষে তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান জানান। এর পূর্বে তিনি ক্লাবের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মামুন কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, সদস্য সচিব দিদার হোসেন , পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিকসহ প্রায় অর্ধশতাধিক দলীয় নেতৃবৃন্দ।

দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মোঃ গিয়াস উদ্দিন মিঠু। তিনি বলেন, সাংবাদিক দেশ এবং জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, প্রতিটি সাংবাদিকই একজন মানবাধিকার কর্মী। সাংবাদিকদের নিজের খেয়ে বনের মেস তাড়াতে হয়। তারা পত্রিকা এবং টেলিভিশনে চাকরি করে তেমন কিছু পায় না। যে দলই  ক্ষমতা আসুক দায়িত্বের কারণে সাংবাদিকরা তাদের পাশে থাকতে হয়, এতে করে সাংবাদিকরা দলীয় সাংবাদিক হতে পারে না। প্রকৃত সাংবাদিক কোন দল করে না, যেখানে নিউজ সেখানে তারা অবস্থান করে। সাংবাদিকদের বড় শক্তি হলো কলম আর সৎ সাহস। আজকের প্রধান অতিথি ব্যারিস্টার এ এম মাহাবুদ্দিন খোকন একজন সাংবাদিক প্রিয় মানুষ। কোন সাংবাদিক মামলা হামলা শিকার হলেই তিনি নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়ান। সুতরাং সাংবাদিকতার সকল কল্যাণমূলক কাজের পাশে থাকার আহ্বান জানান। এই সময় ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর সালাউদ্দিন, সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর শামসুল আরেফিন জাফর, দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক, জাবেদ আলম কিরণ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক টিএ সেলিম, প্রচার সম্পাদক, আব্দুস সালাম মাসুম, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফজলুল হক, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক এ কে এম মহিউদ্দিন, প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট