রবিউল হাসান (সোনাইমুড়ী):
সোনাইমুড়ীতে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় ছেমনা বেগম (৬৫) নামে ১ জন নিহত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় উপজেলার কলাবাগান নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছেমনা বেগম রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল স্ব-জোরে তাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়দের উপস্থিতির টের পেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ সোনাইমুড়ী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত ছেমনা বেগম উপজেলার ৩নং চাষিরহাট ইউনিয়নের কাবিলপুর মিজি বাড়ীর মৃত মোহাম্মদ উল্যার স্ত্রী। তার বাড়িতে নেমেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছেন আপনজনেরা।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত