রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):
নোয়াখালীর সোনাইমুড়ীকে সংসদীয় আসন ঘোষণার দাবিতে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সোনাইমুড়ী উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবিতে বাইপাস চত্বরের এ মানববন্ধন অংশগ্রহণ করেন দলের নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পৌর মেয়র প্রার্থী মাওলানা হিফজুর রহমান, ছাত্র শিবিরের জেলা উত্তর সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, শিক্ষক মাইনুদ্দিন, অধ্যাপক জিয়াউল হক জুয়েল, জামায়াতের পৌর আমির আব্দুল মতিন, সাংবাদিক নেতা শামসুল আরেফিন জাফর, এ্যাডভোকেট শাহজালাল, সাংবাদিক বেলাল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ জুনায়েদ আহমেদ।
সোনাইমুড়ি বাইপাস চত্বরে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তাগণ এ উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবি করেন। না হয় বিভিন্ন কর্মসূচি করা হবে বলে জানান। পরে বাইপাস থেকে একটি মিছিল সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত