1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা, নেতৃত্ব ও মানবিকতায় অনুকরণীয় দৃষ্টান্ত: অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের জীবন ও কর্ম বোয়ালখালীতে আহত বার্মিজ অজগর উদ্ধার বোয়ালখালীতে চুরি হওয়া তিন বাছুর উদ্ধার সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পটিয়ায় গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে জামায়াতে ইসলামীর শোক মিছিল ও সমাবেশ নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীপুর বুড়া মসজিদে মিলাদ মাহফিলে আজ প্রধান ওয়ায়েজিন আল্লামা গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী চন্দনাইশে এলডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন এর ২০২৫-২৬ কার্যকরী নতুন কমিটি গঠন

সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

কুরআনের তালিম অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নাম ধরে গালমন্দ, হামলা ও ভাঙচুর করে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। যাদের কাছে কুরআনের তালিম অনুষ্ঠান নিরাপদ নয়, তাদের কাছে এ জাতির দায়িত্ব আপনারা দিবেন কি? বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টার দিকে সোনাইমুড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপজেলার দেওটি ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী ফাতেমা বেগম ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৯ নং দেওটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে ২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে কোরআন তালিম অনুষ্ঠানে হামলা চালায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবকদলের নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন ওরফে রনি, শাহ আলম এবং একই এলাকার মো. লিটন সহ অজ্ঞাতরা। আপনারা জানেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সুশৃঙ্খল একটি সংগঠন। এ সংগঠনের মহিলা বিভাগ দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের কোরআন তালিম দিয়ে যাচ্ছে। যা আমাদের সাংগঠনিক কার্যক্রমের ৪ দফার অন্যতম একটি দফা। যারা কোরআন পড়তে জানে না, তাদেরকে কুরআন পড়া শিখানো, কুরআনের আলোকে নিজের জীবনকে গঠন করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের নিয়মিত সাংগঠনিক কাজের অংশ।

তিনি অভিযোগ করে আরও বলেন, সোনাইমুড়ী উপজেলার উত্তর দেওটি মাঈন উদ্দিন বেপারি বাড়িতে বাড়ীর মালিকের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কোরআন তালিম অনুষ্ঠানের আয়োজন করি। জামায়াতে ইসলামের নাম ধরে গালমন্দ, হামলা ও ভাঙচুর শুরু করে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় দেওটি গ্রামের মাঈন উদ্দিন বেপারি বাড়ির শাহ আলম ও তার ছেলে রবিন হোসেন ওরফে রনি অনুষ্ঠানের প্যান্ডেলে থাকা চেয়ার ভাঙচুর করে এবং তাদের অনুমতি ছাড়া অনুষ্ঠান করা হচ্ছে এমন অভিযোগ করে গালমন্দ করতে থাকে। আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই, যাদের কাছে কুরআনের তালিম অনুষ্ঠান নিরাপদ নয়। তাদের কাছে এ জাতির দায়িত্ব আপনারা দিবেন কি? আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি আদর্শিক রাজনৈতিক দল। তারা নির্বাচনের জন্য ভোট চাইতে পারে না। তবে কি আমরা সেই ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে ফিরে গেলাম? যেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না, এই হামলা কি নারীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের জঘন্য উদাহরণ নয়? নিরীহ মহিলা কর্মীদের উপর হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি মানতে চায় না। আমি তাদের এই নগ্ন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবী করছি।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলার জামায়াতে আমির হানিফ মোল্লা, জেলা উত্তর সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, জামায়াত নেতা সাহাব উদ্দিন, সামছুল আরেফিন জাফর, পৌর আমির মো. আবদুল মতিন, পৌর সেক্রেটারী ফজলুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট