
রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার জয়াগ মহাবিদ্যালয়ে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রজন্ম ২৪ এর আয়োজনে এবং সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইরাস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্যাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারী ও আসন পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন। এ সময় আরোও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মু. মহিউদ্দিন হাছান, সোনাইমুড়ী উপজেলা আমির হানিফ মোল্লা, চাটখিল পৌর আমির মাওলানা মো. আক্তার হোসেন, মাওলানা ওমর ফারুক, সোনাইমুড়ী পৌর আমির আবদুল মতিন, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক হানুর অর রশিদ, ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারী মোজাহিদুল ইসলাম। পরবর্তীতে অতিথিদের মাধ্যমে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।