রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে খাল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একজন পুরুষের। বয়স আনুমানিক ৪৫ বছর।
সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নোয়াগাঁও চন্ডিনগর ভূঁইয়া বাড়ির সামনের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, বেলা বারোটার দিকে উপজেলার কালিকাপুর - পালপাড়া সড়কের পাশে খালে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশটি সকালে কেউ গাড়ি থেকে ফেলে রেখে যায় বলে স্থানীয়রা ধারণা করছে।
খবর পেয়ে সোনাইমুড়ী থানার এস আই জহির উদ্দিন ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিরন জানান, লাশটি কোন গ্রাম পুলিশ আর না হয় সিকিউরিটি গার্ডের হবে। কেউ পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে যায়।
সোনাইমুড়ী থানার ওসি তদন্ত মনির হোসেন অজ্ঞাতলাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত