আমাদের অঙ্গীকার, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২২ নভেম্বর (শনিবার) বিকেলবেলা চরজব্বর থানা সংলগ্ন প্রেসক্লাব সভা কক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় ক্লাবের সাপ্তাহিক আজকাল পত্রের স্টাফ রিপোর্টার ডাক্তার হামিদ উল্যাহ এর সভাপতিত্বে এসটি বাংলা টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি আহসান হাবীব এর সঞ্চালনায় প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সেই সাথে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটি আগামী ৬ মাসের মধ্যে সাধারন সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উপজেলার সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাষ্টার হুমায়ুন কবীর আহবায়ক, সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল বাসার যুগ্ম আহবায়ক, দৈনিক বাঙলার জাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ কে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, চ্যানেল এস এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রাজু, আনন্দ টিভি সুবর্ণচর উপজেলা প্রতিনিধি সামছু উদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি হাফেজ মাওলানা সৈয়দ আহমদ হেলাল, দৈনিক তৃতীয়মাত্রা সাবেক নোয়াখালী প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুরে আলম সিদ্দিকি, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি তানভীর ইরাক, দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ তারিফ,দৈনিক সংগ্রাম প্রতিদিন উপজেলা প্রতিনিধি ফোরকান উদ্দিন সুজন, দৈনিক নবচেনতা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ খোকন, সি এন টিভির ক্রাইম রিপোর্টার শাহরিয়ার হোসেন সুমন, সুবর্ণ টিভির সম্পাদক ডাঃ আরিফ মাহমুদ, দৈনিক অগ্রযাত্রার প্রতিনিধি মোঃ মামুন হোসেন মাসুদ, দৈনিক বাংলার নিউ'র প্রতিনিধি মোঃ তাওহীদুল ইসলাম, ঢাকা মেইল কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল, হোমনা টিভি প্রতিনিধি রিয়াজ উদ্দিন রুবেল, দৈনিক সুবর্ণ প্রভাত প্রতিনিধি মহি উদ্দিন রাসেল,আজকের যোগাযোগ প্রতিনিধি এ কে এম ওমর ফারুক, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি খালিদ হাসান মামুন, আমাদের মেঘনার প্রতিনিধি মোঃ রাফুল, দৈনিক সকাল প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, সাপ্তাহিক বর্ণালী প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক নয়া সকাল প্রতিনিধি ফখরুল ইসলাম সোহেল, দ্বীপ টিভির প্রতিনিধি মোঃ কাউছার, দৈনিক দেশ বার্তা পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি, মোঃ তাহসিনুল আলম সৌরভ, দৈনিক বাংলার কণ্ঠের প্রতিনিধি এডভোকেট দেলোয়ার হোসেন সৈকত প্রমুখ।
এ সময় নবাগত কমিটির সদস্যরা সবাই সুবর্ণচর উপজেলার প্রয়াত সিনিয়র সাংবাদিক মাষ্টার আহমদ উল্যাহ ও মাষ্টার আব্দুল কাইয়ুম এর স্বরণে একমিনিট নিরবতা পালন করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত