
বোয়ালখালী প্রতিনিধি:
সুন্নিয়তের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী যুবসেনার উপজেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ এনাম উদ্দীন। দীর্ঘ ২৫ বছর রাজনীতিতে সক্রিয় থাকার পর তিনি এ সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, তরুণদের চিন্তা-ভাবনা ও মাঠপর্যায়ের বাস্তবতা উপেক্ষা করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাঠে কে গ্রহণযোগ্য, তা যাচাই-বাছাই না করেই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যা হতাশাজনক।
তিনি অভিযোগ করেন, জোটের নামে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কার্যত বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে দুর্বল করে ফেলেছেন। মোমবাতি প্রতীককে বিসর্জন দিয়ে একতারা ও চেয়ার প্রতীককে চট্টগ্রাম–৪, ৫ ও ৮ আসন ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে, অথচ এসব এলাকায় তাদের তেমন কোনো কার্যকর কর্মী নেই।
এনাম উদ্দীন আরও বলেন, এসব সিদ্ধান্তের ফল নির্বাচনের দিন স্পষ্ট হয়ে উঠবে। এ অবস্থায় তিনি সুন্নিয়তের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “২৫ বছরের সুন্নিয়তের রাজনীতি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।”