কবিতাঃ
সীরাত ও মিলাদ আমাদের করণীয়
-মুহাম্মদ আকতার উদ্দীন
নবীর সীরাত পাঠ হোক জীবনের দিশা,
অন্ধকারে আলো জ্বালে কোরআনের নিশা।
মিলাদের মাহফিলে বাড়ে ঈমানের জোয়ার,
হৃদয়ে জাগে ভালোবাসা, মুছে যায় অন্ধকার।
সীরাতের আলোকে চলাই জীবনপথ,
তাহলেই মিলবে শান্তি, রহমতের সাথ।
নবীর আদর্শই আমাদের জীবনধারা,
ভালোবাসায় মুছে যায় গুনাহের ভারা।
সীরাত পড়ো, মিলাদ করো সম্মান,
এতে বাড়ে দীনদারি, মেলে ঈমান।
মিলাদে নবী (সা.) হোক ঐক্যের গান,
সীরাতে খুঁজে নাও জীবনের জ্ঞান।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত