মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মিজানুর রহমানের নের্তৃত্বে টিম-০৪ এর এসআই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ২২/০৭/২০২৫ খ্রিঃ ২৩.১০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজীদ বোস্তামি থানাধীন বালুছড়া নতুনপাড়া ব্রীজের দক্ষিণ পাশে হানিফের দোকান নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামি ০১) মোঃ হানিফ (৩৬), ০২) মোঃ হাশেম প্রঃ হাসেম (৫৫) দ্বয়কে গ্রেফতার করেন। আসামী দ্বয়ের হেফাজত থেকে ০২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র(এলজি) উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামি মোঃ হাশেম প্রঃ হাসেম (৫৫) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।