বোয়ালখালী প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বোয়ালখালী উপজেলা যুবদল।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলা সদরে এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ানের নির্দেশে এই কর্মসূচির আয়োজন করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন ও পৌর যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল চৌধুরী, যুগ্ম সম্পাদক সাঈম উদ্দিন টিটু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আবছার আশিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রাশেদ, সাবেক সিনিয়র সদস্য মীর ইলিয়াস, ওয়াজেদ, যুবদল নেতা সাজ্জাদ, লোকমান, আলমগীর, কামরুল হাসান অভি, আজগর, মান্না, এমরান, এমদাদ, জসিম, সাইফু, হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেল ছাত্রদলের সদস্য জিকু, উপজেলা ছাত্রদলের আরমান, আদনান; পৌর ছাত্রদলের সাজ্জাদ, তামিম, জিতু এবং সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
মিছিলে শ্রমিকদলের নেতা মো. তারেক, রাসেল, আব্দুর রহিমসহ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, “জননেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কটুক্তিকারীদের কঠিন জবাব দিতে আমরা প্রস্তুত। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে মাঠে থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।”