সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ১০ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, লেখক ও প্রাবন্ধিক নেছার আহমদ খান, সিআরএস টিভির চেয়ারম্যান সেলিম নুর, সাংবাদিক আবছার উদ্দিন অলি, নারী নেত্রী সালমা বেগম, মোরশেদ আলম, শাহ আলম, আসিবুর রহমান, এম.ডি.এইচ রাজু, মোঃ ইমরান, মোঃ সেলিম, ইশতিয়াক অনিক, নজরুল ইসলাম রাব্বি, এ আর বাবলু, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, সংগঠক দিলীপ সেন। বক্তারা বলেন, মানুষের বিবেককে জাগ্রত করতে হবে। বিবেক জাগ্রত না হওয়ায় দুর্নীতি, বেকারত্ব, মানবাধিকার লঙ্ঘন, সামাজিক বৈষম্য এবং নারী ও শিশু নির্যাতন বেড়েছে। কোন সভ্য মানুষ মানবাধিকারকে উপেক্ষা করতে পারে না। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত