যুদ্ধ নয়, শান্তি চাই এই স্লোগানে ভারত—পাকিস্তান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আলোচনা সভা ৯ মে শুক্রবার বিকেল ৪টায় নগরীর চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক সেলিম নুর, আবছার উদ্দিন অলি, ডা. আর কে রুবেল, মোর্শেদ আলম, দৈনিক দেশ বার্তার ব্যুারো চীফ মোঃ আনিসুর রহমান ফরহাদ, সালমা বেগম, রোজী চৌধুরী, রক্সি জাহান, নীলিমা বড়–য়া, আনিস খোকন, আলহাজ্ব কবির মোহাম্মদ, এম.ডি রাজু। বক্তারা বলেন, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। যুদ্ধ মানে মানবতার বিরুদ্ধে আগ্রাসন। তাই আসুন আমরা আওয়াজ তুলি যুদ্ধ নয়, শান্তি চাই। অবিলম্বে ভারত—পাকিস্তান যুদ্ধ বন্ধ ঘোষণা করা হোক। সৌহায্যর্ সম্প্রতি বজায় রাখার জন্য উভয় দেশের সুসম্পর্ক এখন সময়ের দাবি।