ডেক্সরিপোর্ট -এসএসসি/সমমান পরীক্ষায় সন্দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন কৃতী শিক্ষার্থীকে বরাবরের মত এবারও সংবর্ধনা দিল সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা।
গত ২ আগস্ট ২০২৫, শনিবার সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত উক্ত ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব আলমগীর হোসাইন ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সভাপতি জনাব নিঝুম খান ও বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক জনাব এ.কে ফজলুল করিম বাবুল।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আসিফ আকতার, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন, সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম রিয়াদ, ডেল্টা ইমিগ্রেশনের ম্যানেজার সায়েদ মাহমুদ, বাউরিয়া গোলাম খালেক একাডেমির শিক্ষক মোঃ মামুনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী আছমা বেগম ও সন্দ্বীপ আনন্দ পাঠশালা’র শিক্ষার্থী তারেক রহমান তানভীর।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের আগামীতেও উত্তম ফলাফলের এ ধারা অব্যাহত রেখে নীতি-নৈতিকতার সাথে সুশিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। বক্তারা কৃতীদের পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন স্মারক, সনদপত্র ও বই প্রদান করা হয়।
যাঁদের সার্বিক সহযোগিতায় উপরোক্ত সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়-
০১/জনাব মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক শিক্ষক, ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ, হালিশহর, চট্টগ্রাম।
০২/জনাব কারিমুল মাওলা লিটন, উপদেষ্টা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা।
০৩/জনাব কাজী জিয়া উদ্দিন সোহেল, বার্তা সম্পাদক, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা।
০৪/জনাব মোহাম্মদ রেজাউল করিম, ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা।
০৫/জনাব আবদুস সোবহান, সারিকাইত, সন্দ্বীপ।
০৬/জনাব ডা. মাহমুদ আল ফারাবী, মগধরা, সন্দ্বীপ।
০৭/জনাব মোহাম্মদ আলমগীর, সিইও, ডেল্টা ইমিগ্রেশন, চট্টগ্রাম।
প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ০৭টি কর্মসূচি চলমান রয়েছে। উক্ত কর্মসূচিগুলো হচ্ছে-
০১/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, ২০১৪ সাল থেকে চলমান)।
০২/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, ২০১৫ সাল থেকে চলমান)।
০৩/সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, ২০১৬ সাল থেকে চলমান)।
০৪/সন্দ্বীপ থেকে মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (২০১৮ সাল থেকে চলমান)।
০৫/কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, ২০১৮ সাল থেকে চলমান)।
০৬/সন্দ্বীপ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (২০২২ সাল থেকে চলমান)।
০৭/অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়, ২০২২ সাল থেকে চলমান)।