জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের গাউছিয়া খায়রিয়া এম.বি. মঞ্জিলের সাজ্জাদানশীন, মহান আধ্যাত্মিক সাধক বীর মুক্তিযোদ্ধা হযরত শাহ্ সূফী আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রহ.) (৭৬) গতকাল ভোররাত ৩টা ৪৫ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালে তিনি এক শাহজাদা, চার শাহজাদী ও অসংখ্য ভক্ত মুরিদ রেখে যান। তিনি ছিলেন বিখ্যাত ওলী, সুলতানুল আউলিয়া হযরত আবুল খায়ের সুলতানপুরী (রাহ:)'র পুত্র। আধ্যাত্মিক সাধনা তথা রিয়াজতের মাধ্যমে তিনি বেলায়তের উচ্চতম মর্যাদায় আসীন ছিলেন। তাঁর হৃদয়ে ছিল আল্লাহর ভক্তি, প্রেম ও ত্যাগের অপার ভাণ্ডার। যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানবকল্যাণ, দরবেশী তালীম ও দরিদ্র মানুষের সেবায়। তিনি শুধু রূহানি তরঙ্গে আলোর দিশারীই নন, ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক অকুতোভয় সৈনিক মুক্তিযুদ্ধের বীর সেনানী। তাঁর ইন্তেকালে পটিয়া, তথা চট্টগ্রামসহ সারাদেশের ভক্ত-মুরিদদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন বীর মুক্তিযোদ্ধা হযরত শাহ্ ছুফি সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী'র ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্ ছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী, নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী, আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, সৃফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ ও মওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদ সহ বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ১২ নভেম্বর (বুধবার) বাদে এশা শাহী মাঠে নামাজে জানাজা শেষে হুজুরকে বাবার মাজারের পাশে হুজরায় শায়িত করা হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত