নিজস্ব সংবাদদাতা :
তরুণ ওয়ায়েজদের নিয়ে আত্মপ্রকাশ করলো "সাওতুদ দাওয়াহ কক্সবাজার"।
গত বুধবার (২০ আগস্ট) কক্সবাজার জেলা পরিষদ বর্ণিল মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে।
কাউন্সিল অধিবেশনে ২০২৫-২৬ সেশনে সংগঠনটির চেয়ারম্যান নির্বাচিত হন মুফতি আবদুল আজিজ রজভী, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম রজভী মহাসচিব, মাওলানা সিদ্দিকে আকবর মেহেরীকে সাংগঠনিক সচিব এবং খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ সাজ্জাদকে অর্থ সচিব করে ৬০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এইদিন অনুষ্ঠিত হয় মুজাদ্দিদে আলফেসানী শেখ আহমদ সির-হিন্দি (রহঃ) চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হজরত শাহ আহমদ রজা খাঁন (রহ.) এর ওফাত বার্ষিকী।
এতে মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রজভীর সভাপতিত্বে ও মুফতি রায়হানুল ইসলাম আল কাদেরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দীন, কক্সবাজার তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া'র অধ্যক্ষ, আল্লামা শাহাদত হোসাইন আলকাদেরী, আল্লামা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী, রামু ঘোনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আবদুর রশিদ হক্কানী, কতুবদিয়া দরবারের শাহজাদা আল্লামা জিল্লুল করিম মালেকী, আল্লামা আবদুল হামিদ, আল্লামা আবদুর রহিম, আল্লামা মুফতি আবদুল্লাহ শাহেদ, শাহজাদা মাওলানা ইমরান বিন বদরী, মুহাম্মদ ইমাম হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, প্রজন্মকে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি মতাদর্শের দিকে অনুপ্রাণিত করতে এবং ইসলামের নামে প্রচলিত বিদআত-কুসংস্কার ও ভণ্ডামী প্রতিরোধ করতে এই সংগঠনটি ব্যাপক অবদান রাখবে।
তরুণ আলেম ও ইসলামিক বক্তাদের মাধ্যমে মানুষকে সত্য, ন্যায্যতা এবং শরীয়তের সঠিক রূপরেখার দিকে আহ্বান করা হবে। ইসলাম শান্তি ও ভ্রাতৃত্বের ধর্মড়এ শিক্ষাই হবে এ সংগঠনের মূল ভিত্তি।
বক্তব্যে চেয়ারম্যান ও মহাসচিব বলেন, কেবল বক্তৃতা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও সংগঠনটি বিভিন্ন সেবামূলক কার্যক্রম হাতে নেবে। কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলের মাদরাসা, স্কুল, এতিমখানা ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান, ইসলামী সাহিত্য বিতরণ, সেমিনার, ওয়াজ মাহফিল আয়োজন এবং তরুণ বক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে একটি আদর্শ ইসলামী সমাজ গড়ে তোলার প্রচেষ্টা থাকবে।
বক্তারা শেষে বলেন, সংগঠনের কার্যক্রম কেবল কক্সবাজারেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে এটি জাতীয় পর্যায়ে ইসলামের সঠিক দাওয়াত প্রচারের জন্য একটি অগ্রণী ভূমিকা পালন করবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাহেদুল ইসলাম রিজভি, এইচ এম রবিউল হাসান কাদেরী, মুফতি আয়ুব আলী শাহিন কাদেরী, হেলাল উদ্দিন এম নোমান, মাওলানা ফরিদুল আলম রেজভী, মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা রিয়াজ, মাওলানা জামাল আহমদ রেজভী, মাওলানা ফায়সাল মোহাম্মদ, কাদেরী, মাওলানা এরশাদ উল্লাহ, কামাল আহমেদ রিজভি, মোবারক হোছাইন, মাওলানা সাখাওয়াত্ রেজা কাদেরী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা রিদুয়ানুল হক কাদেরী, মোহাম্মদ নুরুল মুস্তাফা নুরী, মোহাম্মদ নুরুল ইসলাম -কাদেরী, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মোহাম্মদ আবু ছালেহ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ ইমরান হোসাইন, মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কাদেরী, মোহাম্মদ হাবীব উল্লাহ মিছবাহ, মাওলানা তৌফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি মিলাদ-কিয়াম ও বিশ্ব শান্তি-সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া-প্রার্থনার মাধ্যমে সমাপ্ত হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত