রবিউল হাসান, নোয়াখালী:
সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক ক্রিড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক গোলজার হানিফের পিতা হাজ্বী আবদুল গফুর মিয়ার মৃত্যু উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বাদ মাগরিব সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির ও চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা, উপজেলা সেক্রেটারী আবদুল বাকের, পৌর সুরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মো. আনিসুর রহমান, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. সামছুল আরেফিন জাফর, খোরশেদ আলম এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ।
হাফেজ মো. আনিসুর রহমানের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় সাংবাদিক গোলজার হানিফ তার পিতার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তার পিতা তাদেরকে ধন-সম্পদ না দিয়ে গেলেও সন্তানদের দিয়ে গেছেন ধর্মীয় শিক্ষা। করেছেন আলেম, করেছেন হাফেজ।
সভায় উপস্থিত বক্তারা বলেন, মরহুম হাজ্বী আবদুল গফুর মিয়া অত্যন্ত সৎ একজ মানুষ ছিলেন। যার কাছে পাড়া প্রতিবেশী সহ ভিন্ন ধর্মের লোকজনও আমানত রেখে যেতে। কিন্তু, তিনি কখনো সেই আমানতের খেয়ানত করেন নি। কোনো একজন মানুষ তাকে খারাপ বলেন নি। তার এমন বিশ্বস্ততা অন্যান্য মানুষকে রীতিমতো চকমকে দিয়েছিলো।
মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং উপস্থিত সকলে তার জন্য দোয়া করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত