রবিউল হাসান, নোয়াখালী:
সোনাইমুড়ি প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাহিত্য সম্পাদক বর্তমান সদস্য সাংবাদিক গুলজার হানিফের পিতা মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার (২৫ জুলাই) বাদ জুম’আ তিনি পরলোক গমন করেন।
তার মৃত্যুতে সোনাইমুড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
পরবর্তীতে একই দিনে বাদ এশা তার জায়নামাজ অনুষ্ঠিত হলে সোনাইমুড়ী প্রেসক্লাবের সদস্যগণ এতে অংশগ্রহণ করেন। জায়নামাজ ও দাফন শেষে সকলে তার জন্য দোয়া করেন।
জানা যায়, সাংবাদিক হানিফের পিতা একজন মানুষ ছিলেন। যার কাছে অন্যের আমানত থাকা সত্বেও কখনো কারো আমানতের খেয়ানত করেন নি। জায়নামাজে অংশ নিতে দেখা গেছে সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা, তার আত্নীয়-স্বজন, পাড়া প্রতিবেশী সহ প্রায় ৫ শত মানুষ।