“পটিয়া প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতি লি: ” নিবন্ধন নং- ১৪১৬২ প্রতিষ্ঠাসন :০১/০১/২০২২ ইংরেজি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হইলো।
ঐতিহ্যবাহী বৃহত্তর পটিয়ার বর্তমান ও সাবেক প্রবাসীদের নিয়ে উন্নয়নমূলক অরাজনৈতিক সংগঠন ” পটিয়া প্রবাসী সমিতি লি: ” রেজি: নং ১৪১৬২, ০১/০১/২০২২ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে প্রায় সাড়ে ৩ বছর সফলতার সহিত তাহার কর্মকান্ড চালিয়ে আসছিল। পটিয়া জুড়ে ৬৯ জন সদস্য সংখ্যা গঠন করা হয়। শুরু হতে সংগঠনের সকল নিয়ম কানুন বিধি অনুযায়ী শৃঙ্খলার সহিত চলে আসছিল। কিন্তু অধিকাংশ সদস্য প্রবাসে থাকায় সংগঠন দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কোন কর্মসূচি হাতে নিতে পারছিল না। সভাপতি, সহ-সভাপতি সহ কার্যকরী পরিষদের অধিকাংশ সিনিয়র দায়িত্ব শীলগণের বিদেশে অবস্থানের কারণে সংগঠনের প্রশাসনিক কার্যক্রমে ও ধারাবাহিক বিঘ্ন ঘটছিল। ফলে সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ ও মতানৈক্যর সৃষ্টি হয়। ফলশ্রুতিতে সংগঠনের চলমান শৃঙ্খলা নষ্ট হয় এবং চেইন অব কমান্ডা ভেংগে পড়ে। একপর্যায়ে বিগত ৪/৫ মাস হতে সকল কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। এমনকি অডিট ও বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় সকল সদস্যদেরকে নিয়ে তাতক্ষণিকভাবে এক ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয় এবং এতে সকল সদস্য গণ সংগঠন বিলুপ্তির পক্ষে সহমত পোষণ করে। তারই ধারাবাহিকতায় এক সপ্তাহের ভিতরে ব্যাংকে সঞ্চিত সদস্যদের সকল আমানত মূলধন ও লভ্যাংশ সহ বুঝিয়ে দেয়া হয়। এবং এ প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে সংগঠনের বিলুপ্তি ঘোষণা করা হয়। এবং এই মর্মে সকল সদস্য গণ অংগীকারাবদ্ধ হন যে, সংগঠনের ৬৯ জন সদস্যদের কেউ বা বাইরের নতুন কেউ এই নাম এবং রেজি: নং ব্যবহার করে নতুন করে আর কোন সংগঠন করতে পারবে না। ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ নতুন করে এ সংগঠনের নাম, লগো, রেজি: নং ব্যবহার করে নতুন ভাবে সংগঠন করতে চাইলে বাকি সদস্যরা তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবে। এ ব্যাপারে এ পেপার বিজ্ঞপ্তিসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র পটিয়ার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সমবায় অফিসার ও অন্যান্য সকল সরকারী দপ্তরে প্রদান করা হয়েছে।