1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি: চন্দনাইশে টিসিবি খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু প্রথম দিনে পেলো ১ হাজার পরিবার সোনাইমুড়ীতে ফুটপাত দখলে ব্যবসায়িদের জরিমানা পটিয়ায় জিরি জগন্নাথ মন্দির বার্ষিক মহোৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি লায়ন ডা: নারায়ন নাথ কালুরঘাটে ট্রেন ত্রুটিতে যাত্রী ও যানবাহনের দুর্ভোগ জৈষ্ঠ্যেপুরা পাহাড়ে সাইক্লিস্টদের প্রকৃতি সফর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল

সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গা উৎসব পালিত হবে চন্দনাইশে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেছেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ নির্বিঘ্নে পালন করতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। সামাজিক সম্প্রীতি ও সোহার্দ্য বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহবান জানান। চন্দনাইশে ১৩৬টি পূজা মন্ডপে ভক্ত দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সর্ব্বোচ্চ সতর্কতা ও তৎপরতা অব্যাহত রাখবেন। উৎসব মুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার সঞ্চার ঘটবে। প্রতিটি পূজা মন্ডপের সভাপতির মাধ্যমে ভোগ্যপণ্য বিতরণ করা হবে।
গতকাল ১৮ সেপ্টম্বর (বৃহস্পতিবার) বিকালে উপজেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, রাজনৈতিক দল, গণমাধ্যম কর্মীদের সাথে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা, মতবিনিময় ও প্রস্তুতি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ঝুন্টু বিকাশ চাকমা, সেনাবাহিনী কমান্ডার আরিফ আসমার জয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, আনসার ভিডিপি কর্মকর্তা মো. জাকের হোসেন, ফায়ার সার্ভিসের ইন্সেপেক্টর মো. কামরুল হাসান, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, আকতার উদ্দিন, দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, জামায়েত নেতা জমির আদনান, আহসান সাদেক পারভেজ, কাজী কুতুব উদ্দীন, এনসিপি নেতা সাইফুল ইসলাম রাব্বি, পূজা উদযাপন পরিষদ নেতা যথাক্রমে অরুপ রতন চক্রবর্তী, রূপক কান্তি ঘোষ, সৈকত দাশ ইমন, ঝন্টু বিকাশ দে, পলাশ কুমার দত্ত, অলক দে, রুবেল দে, বাবু দাশ বাবলু, সাংবাদিক যথাক্রমে আবিদুর রহমান বাবুল, আজিমুশ শানুল হক দস্তগীর, খালেদ রায়হান, জাবের বিন রহমান আরজুসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট