1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ২০২৫ অনুষ্ঠিত। নোয়াখালীতে ২জন প্রবীণ নিয়ে প্রবীণ দিবস পালিত: সমালোচনার ঝড় চাটখিলে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীন দিবস জ্যৈষ্ঠপুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক বোয়ালখালীতে শতাব্দী প্রাচীন বোধি বৃক্ষ, বুদ্ধমূর্তির চীবরে আগুন নোয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ চন্দনাইশে কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ খানক্বাহ-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সাবেরীয়া’র উদ্বোধন যমুনা অয়েল ফতুল্লা ডিপোর ডিজেল ডিপোতেই রক্ষিত : ট্যাংকের ক্যালিব্রেশনে পরিমাণে কিছুটা তারতম্য ও তথ্য বিভ্রাট নির্বাচনের প্রস্তুতিতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহর

সমস্ত সম্প্রদায়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ ব্যুরো চীফ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিজয়া দশমী বিহিত পূজা ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা চট্টগ্রামকে একটি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এই শহরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করছে। প্রতিটি ধর্মীয় উৎসবকে সবার উৎসব হিসেবে উদযাপন করার মাধ্যমে আমরা প্রকৃত নাগরিকত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বদা চেষ্টা করছে যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও আমরা সমস্ত সম্প্রদায়ের জনগোষ্ঠীকে নিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও সুন্দর শহর গড়ে তুলবো।
তিনি আরও বলেন, পূজা উপলক্ষে নগরের বিভিন্ন মণ্ডপে সার্বিক সহযোগিতা প্রদান, বিদ্যুৎ ও আলোকসজ্জা সংস্কার, রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সিটি কর্পোরেশন সম্পন্ন করেছে। মেয়র হিসেবে আমি চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই। সবার সহযোগিতা নিয়ে আমি গড়ে তুলব ‘’সেফ চট্টগ্রাম’’।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূজা উৎযাপন কমিটির নব-নির্বাচিত সভাপতি হিসাব রক্ষক(বিল) শ্রী আশু দেব,সাধারণ সম্পাদক সাবেক উপ-সহকারী প্রৌকশলী শ্রী সোমনাথ দাস গুপ্ত রাজু, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, টুরিস্ট পুলিশ ইনচার্জ, এস এম কামরুজ্জামান, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ, সহ-সভাপতি প্রদীপ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রতন চৌধুরী, বিপ্লব সেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাস টুনু, শ্রী প্রকাশ দাস অসিত, হিল্লোল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট