
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩ জানুয়ারী (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাছবাড়িয়া পুরাতন কলেজস্থ সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকল সদস্যের সরাসরি ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতির পদে মো. মফিজুর রহমান ১৪২ ভোট (চেয়ার) ও সাধারণ সম্পাদক পদে মো. হাসান ৮৮ ভোট (হাতপাখা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়। সহ-সভাপতি পদে মফিজ ১০৭ভোট (দোয়াত কলম), অর্থ সম্পাদক পদে মো. লোকমান হাকিম চৌধুরী মানিক ৯৪ ভোট (মোমবাতি) প্রতীক নিয়ে নির্বাচিত হন। তাছাড়াও সদস্য পদে আবু তৈয়ব ১২৯ ভোট (মই), মোজাম্মেল ১১৩ ভোট (ফ্যান), তৌহিদুল ইসলাম ১০৪ ভোট (মোবাইল),
মো. নাছির উদ্দিন ১০৩ ভোট (মোরগ), সেলিম ৭৯ ভোট (উড়োজাহাজ) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ। কমিটির প্রধান উপদেষ্টা সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিস সহকারী বিজু দাস। এছাড়াও সমবায় অফিস অপারেটর বিজয় ঘোষ বিউটি রানী চৌধুরী, রাগ রঞ্জিতা পরাগ নির্বাচনে দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনা করেন পরিচালনা কমিটির সভাপতি মো.মতিউর রহমান, সদস্য মো. আলাউদ্দিন, মো. মিজান।