রবিউল হাসান, নোয়াখালী:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘যুবদল-স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির কোন সহযোগী সংগঠনের কেউ সন্ত্রাস ও চাঁদাবাজিসহ কোন ধরনের বিশৃঙ্খলার সাথে জড়িত থাকলে তাদের বিএনপি করার কোন অধিকার নেই।’
শুক্রবার (১১ জুলাই) দুপুরে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, আমাদের দলের স্পষ্ট সিদ্ধান্ত আমাদের দলের যারা চাঁদাবাজী-সন্ত্রাস এবং বিভিন্ন অন্যায়-অত্যাচার ও বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের দলে রাখা হবে না।
মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকে সরাসরি বলে দিয়েছেন, আপনি সব নেতাকর্মীদেরকে এইটা জানিয়ে দিন তারপরও যদি তারা এটা না শুনে তাহলে আমি সরাসরি ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর থেকে আমি এই কথাগুলো বলে আসছি। এখন এই কথা শুধু আমার কথাই না। এই ব্যাপারে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন আমাকে। কেউ আওয়ামী লীগ বা অন্য দল করলেও তার ওপর অত্যাচার করা যাবে না। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। ৫ আগস্টের পর অনেকে বিএনপিতে এক্টিভ হয়ে নেতা বনে গেছে। আমার কাছে অভিযোগ আছে, এদের মধ্যে অনেকে আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করতো তাদের সহযোগিতা করছে।
বক্তব্যের শেষে ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের সন্ত্রাস ও চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা না করার শপথবাক্য পাঠ করান।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত