বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় বাইকের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) দুপুর ১টার দিকে উপজেলার জোটপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জোটপুকুর এলাকায় একটি শিশু দৌড়ে সড়ক পাড় হওয়ায় সময় দ্রুত গতির মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এসময় মোটর সাইকেলে বসা দুই আরোহী গুরুতর আহত হন। শিশুটি শারীরিক প্রতিবন্ধী। মোটর সাইকেল আরোহীরা পোপাদিয়া সৈয়দপুর থেকে উপজেলার দিক যাচ্ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে বলেন, দুর্ঘটনায় আহত মোটর সাইকেল চালক জুয়েল দাশ (৩০) মাথায় ও মুখে আঘাত পাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অপর যাত্রী বোরহান (২২) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।