
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে আগামী ২৮ অক্টোবর মঙ্গলবার পবিত্র জসনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ওই দিন বাদে মাগরিব মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।
বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন মসজিদের খতিব আল্লামা অধ্যক্ষ শোয়াইব রেজা (মাঃজিঃআঃ), আল-আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া, মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মুত্তালিব আলকাদেরী ও সারোয়াতলি বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মাহফুজুল হক আলকাদেরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।
ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে মাহফিলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের ওয়ারিশবৃন্দ।