বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর বুড়া মসজিদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ।
মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরীর সৌজন্যে ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে মসজিদের পুকুর পাড়ে খেজুর গাছের চারা রোপণ ও স্থানীয়দের বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার মো. এমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, পেশ ইমাম আব্দুল মুত্তালিব, স ম জিয়াউর রহমান, এইচ এম শামীম, মো. জেবর মুল্লুক, আকতার হোসেন নিজামী, লায়ন মো. মাহাতাব উদ্দিন, মো. আলমগীর, মো. ইয়াকুব আলী, মো হোসাইন, মো ফোরকান কাদেরী, কাওছার চৌধুরী, শাহেদ আলম চৌধুরী ও নুরুল আলম চৌধুরী।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত