
বোয়ালখালী প্রতিনিধি :
জুলাই গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার চত্বরে “জুলাই ঐক্য” নামের এক ব্যানারে এ আয়োজন করা হয়।
এসময় শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন আয়োজকরা।
জুলাই ঐক্যের সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে আমরা সন্তুষ্ট। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করা গেলে শহীদদের আত্মা শান্তি পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সদস্য জুলাই যোদ্ধা মোহিত হোসেন, সাজ্জাদ হোসেন,
ফয়সাল রায়হান ও ফয়সাল নাহিন প্রমুখ।