চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর ভূমিকা রয়েছে। শিশুশ্রমের কুফল কী তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিদ্যালয়ে শিশুশিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ বুধবার (১২ জুন) চট্টগ্রাম একাডেমী হলে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা - চসাস এর আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৪ উপলক্ষে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করুন শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবন্ধ পাঠ করেন নাট্যজন সজল চৌধুরী।চসাস'র সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী, ইসলামী চিন্তাবিদ ও গবেষক মোহাম্মদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রণবরাজ বড়ুয়া, কবি আশীষ সেন, কবি সঞ্চয় কুমার দাস, কবি ও আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দি, শিল্পী জয়া সরকার, সাংবাদিক শেখ আব্দুল্লাহ, মোঃ ইউনুছ মিয়া, আসিফ ইকবাল, ইমরান সোহেল, মিলন রুদ্র, রাফিকা চৌধুরী, জিয়াউল ইসলাম জিয়া, মোঃ সাজ্জাদ, শংকর কান্তি দাশ ও মোঃ রাব্বি সহ প্রমূখ।বক্তারা বলেন, ‘আমরা শিশুশ্রম নির্মূল করতে চাই। উন্নত জাতি গঠনে শিশুশ্রম নিরসনের কোনও বিকল্প নেই। শিশুদের সুশিক্ষিত করে দক্ষ কারিগরে রূপান্তরিত করতে হবে। সরকারের একার পক্ষে শিশুশ্রম নিরোধ করা অনেক কঠিন। সবার সহায়তায় এ কাজ করা সম্ভব হবে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত