শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ২০২৫। ৬ অক্টোবর সন্ধ্যায় জাঁকজমক এই সাংস্কৃতিক উৎসবে সভাপতিত্ব করেন মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মতিউর রহমান সৌরভ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এ সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মর্জিনা আক্তার মর্জু।
উৎসব আয়োজনে ছিল কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, গুণীজনদের সম্মাননা,নৃত্য ও সংগীত পরিবেশনা এবং মিলন মেলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির মহাসচিব অধ্যক্ষ জয়নাল আবেদীন ও কো- চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন চৌধুরী। এতে আবৃত্তি পরিবেশন করেন সোমা মুৎসুদ্দি, জান্নাতুল মাওয়া অহনা ও ফাদিলা জামান ইনায়া।
সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি, মুন্নী আক্তার মারিয়া, মৌ চৌধুরী, আহমেদ নুর মাসুদ,ফারুক হাসান, শ্রাবন্তী শুক্লা, নৃত্য পরিবেশনায় ছিলো রুদ্র নৃত্য একাডেমি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মোঃ শামসুজ্জামান সুমন, লায়ন আরশাদুর রহমান, অধ্যক্ষ আমিনা সুলতানা মৌসুমি, রোটারিয়ান এস এম আজিজ,সংগঠক জিনাত আলম, মোহাম্মদ আলী,ইলিয়াস রিপন, একিউএম মোসলেহ উদ্দিন,নুর নবী রাজু, লায়ন মীর হোসেন মাসুম, আবদুল কাদের, জাকির হোসেন টিটু, হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, নুর জামাল চৌধুরী, শামীমা আক্তার, নাজমা আক্তার, শারমিন সোমা, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইব্রাহিম, স্বাধীন বর্মন প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং যুবসমাজকে ইভটিজিং সন্ত্রাস মাদক থেকে নিরাপদে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা অপরিসীম।আর ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে সাহিত্য প্রতিযোগিতার কোন বিকল্প নেই।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত