1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ চার বছরেও শেষ হয়নি কেরানী বাজার সেতু, কাঠের সাঁকোই ভরসা মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ

শিবগঞ্জ উপজেলা নির্বাচনঃ আবারও চেয়ারম্যান হলেন সৈয়দ নজরুল।

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম।
এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট চার প্রার্থী এরমধ্যে কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সৈয়দ নজরুল ইসলাম। বেসরকারি ফলাফল অনুযায়ী সৈয়দ নজরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৮১৮৩০ এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলী মিয়া পেয়েছেন ৬৭০২০ ভোট, তৃতীয় হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া। তিনি পেয়েছেন ৪৯২৯ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম খান নয়ন। বেসরকারি ফলাফল অনুযায়ী রবিউল ইসলাম খান নয়ন টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৬২৬২৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শামিম রেজা তালা প্রতীকে পেয়েছেন ৪০০৭৯ ভোট। তৃতীয় হয়েছেন আল মামুন। তিনি টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৩৯৭৪১ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শিউলি বেগম। তিনি প্রজাপতি প্রতীক নিয়ে ৫৮৫২০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরজাহান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬০৯৯ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উজ্জল হোসেন এই ফলাফল ঘোষণা করেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শিবগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৬৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। বিজয়-পরবর্তী অনুভূতি জানিয়ে সৈয়দ নজরুল ইসলাম বলেন, শিবগঞ্জবাসীকে দেখভাল করার দায়িত্ব আমার কাঁধে পড়ল। সব সমর্থক, ভোটার সর্বোপরি কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তির মধ্য দিয়ে শিবগঞ্জ উপজেলাবাসীকে নিয়ে আমরা ভালো থাকতে চাই এবং এই উপজেলার সব নাগরিককে ভালো রাখার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট