1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বোয়ালখালীতে বিক্ষোভ প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় দুই জন বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ না ফিরার দেশে চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের একজন হলেন উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মজরাইল ইসলাম (৭৪) এবং অন্যজন হলেন শ্যামপুর ইউনিয়নের উমরপুর খোঁচপাড়া গ্রামের মৃত মর্তুজা আলির ছেলে অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলাফাজ উদ্দিন (৭৫)। ২২ মে (বুধবার) রাত ৯টার দিকে বার্ধক্য জনিত কারনে বীর মুক্তিযোদ্ধা মজরাইল ইসলাম নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। ২৩ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় দিকে

রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং জানাযা শেষে
মুক্তিযোদ্ধা মজরাইল ইসলামের লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। অন্যদিকে ২২ মে (বুধবার) সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং জানাযা শেষে আলফাজ উদ্দিনের লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেনের নেতৃত্বে গার্ড অব অনার এবং জানাযায় অংশগ্রহণ করেন, শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) এসএম নুরুল কাদির সৈকত, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মিজানুর রহমানসহ দূর্লভপুর ও শ্যামপুর ইউনিয়ন ও উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ। শেষে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এর পক্ষ থেকে দুই জন মুক্তিযোদ্ধা পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা করে প্রদান করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট