[রাজিব নাথ চট্টগ্রাম মহানগর ]
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং এপেক্স এর উদ্যোগে গত ৭ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলার ভূজপুর গ্রামের বন্যা-কবলিত ৬০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরন এবং স্কুল প্রাঙ্গনে বৃক্ষ" চারা রোপন করা হয়.....
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি" লায়ন ফাহিম উদ্দীন চৌধুরী"ক্লাব সচিব" লায়ন রাজিব নাথ" ক্লাব সদস্য লায়ন মনিরুল ইসলাম শিপন" লায়ন সোহরাব সিদ্দিকী" লায়ন বরকত উল্লাহ কায়সার"লায়ন হাসান বাবলু"লায়ন ইউসুফ" সহ প্রমূখ...।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত