বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে ড্রাইভিং লাইসেন্স ও হেমলেট না থাকায় ৬ জন বাইক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পৌরসভার গোমদণ্ডী ফুলতল মোড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, লাইসেন্স ও হেলমেট ব্যতীত মোটর সাইকেল চালানোর অপরাধে ৬ জন চালককে সড়ক পরিবহন আইনে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো অপরাধ এবং ঝুঁকিপূর্ণ।