1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউএই বাংলাদেশ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি পুনর্গঠন  পত্রিকা বিক্রয় প্রতিনিধিকে সাইকেল উপহার দিলো প্রয়াস বোয়ালখালীতে বৈরি আবহাওয়া ও প্রবল বর্ষণ উপেক্ষা করে  জশনে জুলুস অনুষ্ঠিত চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো তিন শতাধিক শিক্ষার্থী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন  পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮২তম তিরোধান দিবস উদযাপন আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল ফুটবল  প্রতিযোগিতা সম্পন্ন কর্ণফুলীতে পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে ৬০ লিটার চোলাইমদ, ২টি সিএনজিসহ ৪ জন গ্রেফতার সিএনজি অটোরিকশা উল্টে শিশুসহ আহত ৪ যাত্রী

লক্ষ্মীপুরে হাজিরপাড়া  ইউনিয়ন বিএনপির প্রতিনিধি  সম্মেলন অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

ইহাতে সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মাসুম উদ্দিন চৌধুরী তুহিন ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জি.সাহাদাত হোসেন  নির্বাচিত হয়েছেন।
শনিবার ১২ জুলাই হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ-সভাপতি জাতীয় ফুটবল ফেডারেশন ও সভাপতি লক্ষ্মীপুর জেলা ফুটবল ফেডারেশন, জেলা বিএনপির সিনিয়র নেতা ও প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. হাফিজুর রহমান, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের,  সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ন -আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউসুফ ভূইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, থানা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, থানা ছাএদলের আহবায়ক ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
এসময় নির্বাচন পরিচালনা কমিটি রিটার্নিং কর্মকর্তা এড.হাফিজুর রহমান বলেন,
যারা হেরেছেন তারাও আমাদের লোক যারা জিতেছেন তারাও আমাদের লোক। সবাই মিলেমিশে দলকে এগিয়ে নিবেন।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে আমাদের সকল নেতা- কর্মীরা অত্যাচারিত। এখন সময় চুড়ান্ত ভাবে এ্যানি চৌধুরীকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে এই জনপদকে গড়তে হবে।
সভাপতি পদে বিজয়ী প্রার্থী আব্দুস সহিদ বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বিএনপি ও সকল ভোটারদের ধন্যবাদ জানাই। আমি স্হানীয় বিএনপিকে শক্তিশালী করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে বিজয়ী করার জন্য কাজ করে যাবো। আমরা এক, আমাদের লক্ষ্য একটাই জাতীয় নির্বাচন।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাসুম উদ্দিন চৌধুরী তুহিন  বলেন,  ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবো। শহীদ উদ্দিন চৌধুরী  এ্যানি কে জাতীয় নির্বাচনে বিজয়ী করার জন্য কাজ করবো।
বিজয়ী সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. সাহাদ হোসেন বলেন,  নেতা কর্মীরা নেতা নির্বাচনে ভুল করেনি। আমার ত্যাগকে মূল্যায়ন করেছে আমাকে বিজয়ী করেছে। আমি আমার এ বিজয় হাজিরপাড়া ইউনিয়নের সকল নেতাকর্মীর জন্য উৎসর্গ করলাম।
এই কাউন্সিলে তিনটি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন এবং ৪৫৪  জন ভোটার তাদের ভোট প্রধান করেন।
চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সিঃ যগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান ও দীঘলী ইউনিয়ন বিএনপির নবর্নিবাচিত সভাপতি ও নির্বাচন সমন্বয়ক গোলাম সারওয়ার ভোটের ফলাফল ঘোষনা করেন।
কাউন্সিলে আব্দুস সহিদ চেয়ার প্রতীক নিয়ে ২১১ ভোট পেয়ে সভাপতি, সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৩৪৬ ভোট পেয়ে মাসুম উদ্দিন চৌধুরী তুহিন এবং ইঞ্জি. সাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে ২৩৯  ভোট পেয়ে নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট