1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্নিয়তের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা যুবসেনা নেতার পটিয়ায় প্রত্যয়ের ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’ বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার ৬ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ স্বাস্থ্য সহকারীরা বোয়ালখালীতে হালদা ও কর্ণফুলী নদীতে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ অভিযান বোয়ালখালীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার বোয়ালখালীতে দোতলা মাটির ঘরের ছাদ থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার জেলা-৩ কনভেনশনে ‘সেরা এপেক্সিয়ান’ নির্বাচিত এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান পটিয়ায় মালিয়ারা-মহিরা-হিখাইন উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ নিজ এলাকায় সম্বর্ধিত।

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃপ্রবাসে সাহস, সততা আর কলমের শাণিত শক্তিতে সাংবাদিকতা জয়ের পথে দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ ফিরোজ। সৌদি আরবে কর্মরত এই প্রবাসী সাংবাদিক শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন—তিনি হয়ে উঠেছেন প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। তারই স্বীকৃতি হিসেবে নিজ এলাকা রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় ফিরলে বরণ করা হয় বীরোচিত সংবর্ধনায়।

মোহাম্মদ ফিরোজ বর্তমানে দৈনিক সকালের সময়-এর স্টাফ রিপোর্টার ও নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের সৌদি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

গতকাল ২২ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা জিয়া মার্কেট প্রাঙ্গণে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় এলাকা যেন এক গর্বিত মুহূর্তের সাক্ষী হয়ে উঠে।

উপস্থিত ছিলেন—বিএনপি নেতা ডা. নুরুল হক, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, সাবেক সহ-সভাপতি মো. ফরিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, সদস্য মোজাম্মেল হক মানিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন, নেছারুল হক, অজিত, নাছির উদ্দিন, রেজাউল করিম, তারেক, জিসান, রিদুয়ান, সাইফুল, নাজিম উদ্দিন, হাবিবুল্লাহ, জাফরসহ প্রমুখ।

বক্তারা বলেন—মোহাম্মদ ফিরোজ প্রবাসের কঠিন বাস্তবতায়ও সাংবাদিকদের পেশাগত অধিকার ও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর মতো সাংবাদিকরা জাতির সম্পদ।”

“সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ ফিরোজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট