1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ছাত্রদলের মশাল মিছিল বোয়ালখালীতে খাদে মিলল  বৃদ্ধের মরদেহ ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার হোক মানবতার জয় হোক – নোহা নেছার অন্নি চট্টগ্রামের চন্দনাইশে নবচিন্তা বিষয়ক সেমিনারে উপদেষ্টা ফরিদা আখতার; ইচ্ছে ছিল, ঠিকে আছি, হারিয়ে যায়নি চন্দনাইশে বিএনপি নেতা এম এ হাশেম রাজুর মতবিনিময় জিপিএ-৫ পেয়েছে মুহাম্মদ আবরার হোছাইন চৌধুরী (নাঈম) শহীদ ওমরের কবর জিয়ারত করলেন বোয়ালখালীর নবাগত ওসি “পথের শেষ নেই, চোখে ধরা প্রকৃতিই জীবনের আনন্দ—আজ আমার জন্মদিন” জাহাঙ্গীর আলম সন্ত্রাস ও চাঁদাবাজের বিএনপি করার অধিকার নেই। ব্যারিস্টার খোকন দোহাজারী দিয়াকুলে শঙ্খ নদীতে যুবক নিখোঁজ — উদ্ধারে ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েছে

রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা গাইবান্ধায় হেযবুত তওহীদের আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করেছে গাইবান্ধা জেলা হেযবুত তওহীদ। মঙ্গলবার গাইবান্ধা শিল্পকলা অডিটোরিয়ামে এ বিষয়ে দিনব্যাপী আলোচনা করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি, জাহিদ হাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,হেযবুত তওহীদের মুখপাত্র মসিহ উর রহমান।

এসময় তিনি বলেন,রাষ্ট্র সংস্কারের নামে দেশে যা চলছে সেই সংস্কার দিয়ে রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। বরং রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা অনস্বীকার্য। গনতান্ত্রিক ধাপ্পাবাজের মধ্য থেকে কোনো সংস্কার বাস্তব সংকটের সমাধান হতে পারে না। তাই আগে রাষ্ট্র সংস্কারে সিস্টেমের আমূল পরিবর্তন করতে হবে।
চলমান সিস্টেমকে পাল্টাতে হবে। হেযবুত তওহীদ বিগত ২৮ বছর ধরে এই কথাই বলে আসছে। হেযবুত তওহীদের মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা তুলে ধরছেন সেই প্রস্তাবনা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান তিনি।
একই সাথে চলমান অন্যায় অশান্তি দূর করতে ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে মাঠে ময়দানে কর্মীদের নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন জনাব মসিহ উর রহমান।

মো. তাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,সংগঠনের রংপুর বিভাগীয় দায়িত্বশীল আব্দুল কুদ্দুস শামীম, রাজশাহী বিভাগীয় দায়িত্বশীল আশেক মাহমুদ,রংপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ রুবেল,রংপুর জেলা সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম,গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক সোহরাব হোসেন শিরল, ফুলছড়ি উপজেলা সভাপতি মাহবুবুর রহমান,সিনিয়র সদস্য আক্তার হোসেন খান ওপেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট