জাহিদ খান, জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (০৫ মার্চ ২০২৫) এই যৌথ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক এলাকায় অবস্থিত মেসার্স ডি কে ব্রিকস নামের ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া কার্যক্রম চালাচ্ছিল। এ অপরাধে ভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ইটভাটার আগুন নিভিয়ে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
রাজারহাট উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশের সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত