
ইঞ্জিনিয়ার কাজী রাশেদ, রাঙ্গুনিয়া (প্রতিনিধি):
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙ্গি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরের নাম মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)। তিনি পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহতিপাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের বাঙ্গি ক্ষেতে শাহেদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কী কারণে এবং কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।