রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
(ইঞ্জিনিয়ার কাজী রাশেদ)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেল চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কর্মকর্তা মেজর শাকের, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া হোসনাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।
প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মীর জাহাঙ্গীর হোসাইন, অধ্যক্ষ মারফতুন নুর, অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, হারুনুর রশিদ, নুরুল হুদা, বাদল বড়ুয়া, জাবেদুল ইসলাম, পারভীন আক্তার।
এতে প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদরাসা, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, আলিম মাদরাসা, ডিগ্রি কলেজ, ফাজিল ও কামিল মাদরাসার ৯২ জন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নাজমুল হাসান ভোটকেন্দ্র প্রধানদের নির্দেশনা দিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ভোটকেন্দ্র প্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের নিরপেক্ষ থাকার লক্ষে কোন প্রার্থীর প্রচারণায় অংশগ্রহণ কিংবা প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত কোন ভাবে কাম্য নয়।
তিনি আরো বলেন, জন আকাঙ্খা পূরণ পূর্বক আগামীর বাংলাদেশ বিনির্মানে নির্বাচনকে শতভাগ নিরপেক্ষ করার লক্ষে সরকার কাজ করছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত