রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
(ইঞ্জিনিয়ার কাজী রাশেদ)
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ এর সহধর্মিণী, পোমরা ইউনিয়নের বিএনপি নেতা ও পোমরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুহাম্মদ মুহসিন চৌধুরীর শ্রদ্ধেয় মাতা মরহুমা ছকিনা বেগম ও পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়াত আলী চেয়ারম্যান এর কবর জিয়ারত করেন চট্টগ্রাম-৭,রাঙ্গুনিয়া সংসদীয় আসনের ধানের শীর্ষের পদপ্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে হুম্মাম কাদের চৌধুরী সহ জেলা ও উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মী নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। মুহসিন চৌধুরী তাঁর মায়ের মাগফিরাতসহ জিয়াফত উপলক্ষে প্রায় ১২ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। জিয়াফতে হুম্মাম কাদের চৌধুরীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাঁর
মায়ের জিয়াফতে উপস্থিত হয়।
অধ্যাপক ইউনুস চৌধুরী,জালাল উদ্দিন মদিনা,অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,অধ্যাপক মুহাম্মদ মুহসিন,অধ্যাপক আজম খান,আবু আহমেদ হাসনাত,নবাব মিয়া চেয়ারম্যান
ফজলুল হক, মুজিবুর রহমান মুজিব,জাহাঙ্গীর আলম চেয়ারম্যান,আহমদ ছাফা,আবদুল সালাম,নেজাম উদ্দিন চেয়ারম্যান,ইউসুফ চৌধুরী,এস এ মুরাদ চৌধুরী, ভিপি আনছুর উদ্দিন,তপন চৌধুরী,আজিজুল রহমান সওদাগর,
সোলামইমান কালু, মো.সেকান্দর হোসেন, মাকসুদুল হক চৌধুরী মাসুদ,পারভেজ মোশাররফ,মোজাফফর চৌধুরী, মুহাম্মদ মুহসিন,আবু বক্কর, কামাল আহমদ সাইফু,হেলাল উদ্দিনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত