স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ নাফিজ গণি (৪৫) নামের এক স্বামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় আবদুল গণির ছেলে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের কাছারি ভিটা এলাকার আবুল বশরের মেয়ে সুফিয়া শারমিনের সঙ্গে কয়েক বছর আগে নাফিজ গণির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি নিয়মিত যৌতুক দাবি করে আসছিলেন। একপর্যায়ে ৫ লাখ টাকা যৌতুক চাইলে ব্যর্থ হয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন।
অসহনীয় নির্যাতনে অতিষ্ঠ হয়ে সুফিয়া শারমিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নাফিজ গণিকে গ্রেফতার করে।
ভুক্তভোগী সুফিয়া শারমিন বলেন,আমি ভালোবেসে ইসলামী শরিয়াহ মোতাবেক নাফিজ গণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমি তিন সন্তানের মা। কিন্তু প্রায় তিন বছর ধরে স্বামী মাদকাসক্ত হয়ে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। আমাদের ভরণপোষণও দিচ্ছে না। পরিবার ও সমাজের লোকজন বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বরং নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েছে। তাই নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
তিনি আরও জানান, নাফিজ গণির বিরুদ্ধে পৃথকভাবে দুটি মাদক মামলা রয়েছে একটি রাজধানীর বাড্ডা থানায়, অপরটি চট্টগ্রামের খুলশি থানায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সমীর ভট্টাচার্য বলেন,নাফিজ গণিকে যৌতুক মামলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।