বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়চূড়ার মেধস আশ্রমে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে সূচিত হয়েছে দেবীপক্ষ। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে ঢাকের বাদ্য, চণ্ডীপাঠ, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়।
দিনভর আশ্রম প্রাঙ্গণ ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আয়োজনকে ঘিরে ছিল চণ্ডীপাঠ, পূজা, যজ্ঞ ও প্রসাদ বিতরণ। নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সকালে আশ্রমের অধ্যক্ষ দীপানন্দ ব্রহ্মচারী মহারাজ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পূজা সূচনা করেন।
গবেষক সচ্চিদানন্দ রায় চৌধুরীর তথ্যমতে, রাজা সুরথ রাজ্য হারিয়ে এবং স্বজন দ্বারা বিতাড়িত হয়ে সমাধি বৈশ্য উপস্থিত হয়েছিলেন মেধস মুনির আশ্রমে। মেধস মুনি তাদের দুর্দশা দেখে দুর্গাপূজা করার উপদেশ দেন। মুনির উপদেশ মেনে সুরথ রাজা ও সমাধি বৈশ্য মৃন্ময়ী মূর্তি গড়ে দুর্গাপূজা করেন। দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হন তারা। সেই থেকে প্রচলিত হয় দুর্গাপূজা। দুর্গাপূজার উৎপত্তিস্থল এ মেধস মুনির আশ্রমের অবস্থান আজ থেকে ১৪২ বছর আগে বেদানন্দ স্বামী বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে ও দৈবক্ষমতা বলে জেনেছিলেন। সেই থেকে চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গার পাহাড়ে সাড়ম্বরে মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়, যার মধ্য দিয়ে এ আশ্রম উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক তীর্থক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত