1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

মেট্রোপলিটন হাসপাতালের সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ ফিরোজ, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত হাসপাতাল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর সাথে প্রবাসীদের একমাত্র মানবতার সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের হল রুমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাক্তার নূরুন নবী, হাসপাতালের ডিজিএম, আমান উল্লাহ আমান, এবং চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর পক্ষে ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি’, ক্লাবের তথ্য, সম্প্রচার ও প্রকাশনা পরিচালক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, পরিচালক হাজী আবুল কাসেম।

চুক্তির আওতায় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর সব সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া কর্পোরেট চুক্তির আওতায় হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইসমাইল ইমন, সহকারী ম্যানেজার মো: শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এডমিন হোসেন আল মাসুদ, পরিচালক জসিম কুসুম পূরী, ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ সৈয়দ, উপদেষ্টা কমর উদ্দীন, ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার আলী মোঃ জিয়া, এক্সিকিউটিভ মেম্বার আবুল কালাম, অফিস স্টাফ খালেদ হোসেন রুবেল, মেট্রোপলিটন হাসপাতালের স্টাফ আরিফুল ইসলাম, মোঃ আব্দুল খালেক সহ আরও অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট