জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ সাতকানিয়া আংশিক জোনে আল্লামা নূরী মেধাবী বৃত্তি পরীক্ষা’২৪ এর পুরষ্কার বিতরণী সভায় দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান, পীরে কামেল মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি যৌতুক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল ২ মে (শুক্রবার) বিকেলে দোহাজারীতে স্থানীয় কমিউনিটি সেন্টারে মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বৃত্তি কমিটির পরিচালক মো. আয়ুব তাহেরী। প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান, পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল কাশেম নূরী, দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাহী ওয়ান গ্রুপের চেয়ারম্যান, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী, সংবর্ধিত অতিথি ছিলেন, দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান, পীরে কামেল মুফতি গিয়াস উদ্দীন তাহেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যক্ষ মাওলানা আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নিজামী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান
ফারুকী, অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর রেজভী, এড. ছলিম উদ্দীন খাঁন, মুহাম্মদ নাছির উদ্দীন, রজভীয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ, যুগ্ম মহা সচিব যথাক্রমে মিনহাজ উদ্দীন সিদ্দিকী, এড. মো. দেলোয়ার হোসেন, আজিজুল ইসলাম চৌধুরী। পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. রবিউল হাসান দায়েমী ও সচিব মাওলানা মো. হারুনুর রশিদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- তারেক আজিজ, মো. জাফর সাদেক, আবু হান্নান, রাসেল হোসেন প্রমুখ। পরীক্ষায় চন্দনাইশ ও আংশিক সাতকানিয়ার ৩য় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দেড় সহস্রাধিক পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ২১, এ-গ্রেডে ২২০, সাধারণ গ্রেডে ৬৬ জনসহ ৩০৭ জনকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ ৯৫ নাম্বার পেয়ে প্রথম হয়েছে সুমাইয়া জাহান। অনুষ্ঠানে হাফেজ ইফতিয়ার উদ্দীন ও হাবিবা সুলতানা পপির মধ্যে যৌতুক বিহীন বিবাহ সম্পন্ন করেন মাওলানা আবুল কাশেম নূরী।