1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা চন্দনাইশে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় মাও. আবুল কাসেম নূরী

মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা, চিরকুটে রহস্যময় বার্তা

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

জাহিদ খান,জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের কচাকাটা বাজারে এক মিষ্টি ব্যবসায়ী মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল (৩৮)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় “অর্পিতা সুইটস” নামের মিষ্টির দোকান পরিচালনা করছিলেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে নিজের দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। বুধবার (৫ মার্চ) সকালে কর্মচারীরা মিষ্টি তৈরির ঘরের আঁড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়।

সুরজিৎ মন্ডল আত্মহত্যার আগে মোবাইলে একটি ভিডিও বার্তা রেকর্ড করেন এবং একটি সুসাইড নোট (চিরকুট) লিখে যান। কচাকাটা থানার ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সুসাইডাল নোটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তবে তার ব্যবসা পরিচালনায় কিছু সমস্যার ইঙ্গিত দিয়েছেন।

নোটে তিনি লিখেছেন-“হে কচাকাটা বাসিন্দাবৃন্দ, ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করিতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল, তাতে কোনো দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। ও বিভিন্ন কারণে অনেক হয়রানি ও….”

স্থানীয়দের মতে, সুরজিৎ মন্ডল দীর্ঘদিন ধরে মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করছিলেন। কয়েক মাস আগে তিনি সেই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নেন এবং সেখানে মিষ্টি তৈরির কারখানা বসান। দোকানের সামনে রাস্তায় টেবিল-চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন। তবে সম্প্রতি স্থানীয়ভাবে কিছু বাধার সম্মুখীন হন বলে জানা গেছে।

কচাকাটা থানার ওসি নাজমুল আলম জানান, আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে। তার মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি এখনো দেখা সম্ভব হয়নি, কারণ সেটি বন্ধ হয়ে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের দাবি, সুরজিৎ মন্ডলের ব্যবসা পরিচালনায় বাধার কারণগুলো খতিয়ে দেখা হোক এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট