বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র মুদাররিস খতিব মাওলানা আবু নাছের জিলানীর বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বোয়ালখালী ইমাম-খতিব পরিষদ।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজী মাওলানা ওবায়দুল হক হক্কানী, মাওলানা আবু ছালেহ আবেদি, আব্দুল আজিজ কাদেরী, বদিউল আলম রেজভী, আব্দুল মান্নান কাদেরী, রাশেদুল আলম ইফতি, সেলিম উদ্দিন কাদেরী, নুর উদ্দিন কাদেরী, মঈনুদ্দিন মারুফ ও শাহেদুল ইসলাম কাদেরী।
এসময় বক্তারা বলেন, “মাওলানা আবু নাছের জিলানীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তার মুক্তির দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি। যদি মুক্তি না দেয়, তাহলে মুসল্লীদের নিয়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত