1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক নারী বোয়ালখালীতে ব্যক্তি উদ্যোগে শাকপুরা  লালচাঁদ বিহার সড়ক সংস্কার পটিয়া মুন্সেফ বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যাগে টাইলস স্থাপন কাজের উদ্বোধন। পটিয়া নব জাগরণ যুব সংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ  লরেন্স ফেস্টিভ্যালে চসিক মেয়র ড. শাহাদাত হোসেন ও এমপি সালমা জাহিদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ‎পটিয়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, অবৈধ গ্যাস কারখানা থেকে ৫১২টি সিলিন্ডার জব্দ চন্দনাইশে হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন’র ইমাম হুসাইন (রা.) কনফারেন্স অনুষ্ঠিত চিটাগাং বিপিএড কলেজের এডহক কমিটির সভাপতি সাংবাদিক মোশাররফ চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ভারী বৃষ্টিতে নোয়াখালীর শহর-গ্রামে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের আশ্বাস।

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

জাহিদ খান,জেলা প্রতিনিধিঃ

মাদক ব্যবসায়ীকে এলাকা থেকে উচ্ছেদ করার দাবিতে ২১ ফেব্রুয়ারী জুমা নামাজের পর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌরসভার সাঞ্জুয়ার ভিটা এলাকাবাসী বিক্ষোভে জড়ো হন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন, যা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি সহ্য করতে না পেরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আজ প্রতিবাদে নামে।

বিক্ষোভের খবর পেয়ে প্রশাসনের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেল সাড়ে তিনটায় উপজেলা প্রশাসন মিলনায়তনে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় এলাকাবাসী স্পষ্টভাবে জানান, তারা চান মাদক ব্যবসায়ী দ্রুত তার বাড়িঘর বিক্রি করে এলাকা ছাড়ুক। তারা বলেন, “আমাদের ছেলে-মেয়েরা মাদকের কবলে পড়ছে, আমরা এই সামাজিক অবক্ষয় আর দেখতে চাই না। প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এলাকাবাসীর দাবি ও ক্ষোভের বিষয়টি গুরুত্বের সাথে শোনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আপনারা শান্ত থাকুন, আমরা দ্রুত এই সমস্যার একটি স্থায়ী সমাধান বের করব। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় মাদক কারবারিরা নিজেরাই এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত জানায়।সেই সঙ্গে তারা জানায় আমাদের কিছু দিন সময় দিন,আমরা আমাদের বাড়ি ঘড় সরিয়ে নিবো ও জমি বিক্রি করে দেবো।

উল্লেখিত আলোচনার পর এলাকাবাসী কিছুটা শান্ত হন এবং সভার পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। তবে তারা জানান, যতক্ষণ না মাদক ব্যবসায়ী এলাকা ছাড়ছে বা প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ তারা সতর্ক অবস্থানে থাকবেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিষয়ে গোয়েন্দা নজরদারি আরও কঠোর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় ছাত্র জনতার মাদক কারবারি দমনে বিক্ষোভ মিছিল হয় ও সাঞ্জুয়ার ভিটা এলাকার চারজন মাদক কারবারির বাড়ি ঘড় ভাঙ্গচুর ও অগ্নি সংযোগ করা হয়েছিলো।পরে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সেদিন ঘটনা নিয়ন্ত্রণ করা হয়েছিলো।

সাঞ্জুয়ার ভিটার বাসিন্দারা চান, এলাকা মাদকমুক্ত হোক এবং ভবিষ্যতে এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন এ ধরনের অপরাধে লিপ্ত না হয়। প্রশাসনের তৎপরতায় তারা আশাবাদী, দ্রুতই এর সমাধান হবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট